ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ২য় জাতীয় ইয়োগা প্রতিযোগিতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
শুরু হচ্ছে ২য় জাতীয় ইয়োগা প্রতিযোগিতা সংগৃহীত

ঢাকা: ইয়োগা তথা যোগ ব্যায়ামের প্রচলন ভারতবর্ষে বহু পুরনো। শারীরিক ও মানসিক নানা সমস্যার সমাধান হিসেবে ইয়োগার প্রচলন রয়েছে।

এক সময় ইয়োগা একটি বিশেষ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকলেও কালের পরিক্রমায় বিশ্বব্যাপী এটি স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মানুষের জীবনের বহুবিদ ক্ষেত্রে ইয়োগার ব্যবহার, গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইয়োগা ক্রীড়া ক্ষেত্রেও বেশ প্রসার লাভ করেছে।

এখন বিশ্বব্যাপী নানা ইয়োগা প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এ যাত্রায় পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে জাতীয় ইয়োগা প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আর.বি. গ্রুপের ব্র্যান্ড মার্সেল।

‘মার্সেল টেলিভিশন দ্বিতীয় জাতীয় ইয়োগা প্রতিযোগিতা-২০১৫’ শুরু হবে বৃহস্পতিবার। জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৬-২৭ ফ্রেরুয়ারি। বুধবার এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন সভাপতি মুহাম্মদ হারুন ও সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা এবং বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন সাধারন সম্পাদক হাসান উজ জামান মনিসহ অন্যান্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয় এই প্রতিযোগিতায় যারা সাফল্য লাভ করবে তারা আগামী ১৭-২০ মার্চ অনুষ্ঠিত চতুর্থ বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।