ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

খেলা

শুরু হয়েছে জাতীয় ইয়োগা প্রতিযোগিতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
শুরু হয়েছে জাতীয় ইয়োগা প্রতিযোগিতা

ঢাকা: বিশ্বব্যাপী দারুন জনপ্রিয় উয়োগা। এ ক্ষেত্রে এখন পিছিয়ে নেই বাংলাদেশও।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ব্যবস্থাপনায় ও আর.বি.গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে মার্সেল টেলিভিশন ২য় জাতীয় ইয়োগা প্রতিযোগিতা ২০১৫।

জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে দুইদিন ব্যাপী দ্বিতীয় জাতীয় ইয়োগা প্রতিযোগিতা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই প্রতিযোগিতা চলবে ২৭ ফ্রেরুয়ারি পর্যন্ত।
 
বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন সভাপতি মুহাম্মদ হারুন ও সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা সহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।