আশুলিয়া (ঢাকা): চলতি বছরের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) খেলোয়াড় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাভারে বিকেএসপি’র ভর্তি কার্যক্রম শুরু হয়।
কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র ক্রিকেট ক্যাটাগরিতে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে সব বিভাগের খেলা একই দিনে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় বয়স নির্ধারণ করা হয়েছে অনুর্ধ্ব ১৩ থেকে অনুর্ধ্ব ১৬ পর্যন্ত। এছাড়াও বিশেষ ক্রীড়া যোগ্যতাসম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে বয়স ও উচ্চতা শিথিলযোগ্য করা হয়েছে।
ভর্তি পরীক্ষার প্রথম দিন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতজা খান পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। প্রাথমিক পর্যায়ে বাছাইয়ের পর সাতদিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বাংলানিউজকে জানান, ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ দীর্ঘ মেয়াদী বিজ্ঞান ভিত্তিক ক্রীড়া প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ২০১৫ সালের জন্য খেলোয়াড় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫