ঢাকা: পল্টন ময়দান মাঠে শুক্রবার থেকে শুরু হয়েছে ‘হেল্থ ফার্স্ট মিনি রাগবি অনূর্ধ্ব-১১ প্রতিযোগিতা’।
উদ্বোধনী দিনের খেলায় শহীদ নবী উচ্চ বিদ্যালয় ১০-০ পয়েন্টে মাদারটেক আঃ আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে, সেন্ট গ্রেগরী হাই স্কুল ১৮-৫ পয়েন্টে মানিকনগর মডেল হাই স্কুলকে, ক্যামব্রিয়ান স্কুল ১৩-০ পয়েন্টে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে।
এছাড়া মানিকনগর মডেল হাই স্কুল ২০-০ পয়েন্টে হায়দার আলী স্কুল এ্যান্ড কলেজকে, ক্যামব্রিয়ান স্কুল ৩০-০ পয়েন্টে মাদারটেক আঃ আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে, এবং করাতিটোলা সিএমএস মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজ ৫-০ পয়েন্টে কমলাপুর স্কুল এন্ড কলেজকে হারায়।
খেলাগুলি পরিচালনা করেন হোসাইন আহমেদ (জনি) এবং মাহফিজুল ইসলাম কাঞ্চন। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক নারায়ণ চন্দ্র দেবনাথ।
আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব জনাব রশিদুজ্জামান সেরনিয়াবাত, মনোয়ারা হস্পিটাল (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর ইমাম হোসেন, বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সহ-সভাপতি আব্দুল্লাহ আল জাহির স্বপন, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫