ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় ইয়োগায় চ্যাম্পিয়ন ঢাবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
জাতীয় ইয়োগায় চ্যাম্পিয়ন ঢাবি ছবি : সংগৃহীত

ঢাকা: ‘মার্সেল টেলিভিশন জাতীয় ইয়োগা প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার্সআপ হয়েছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা।

ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে সেরা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী পলি।

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা সমাপ্ত হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

আরো উপস্থিত ছিলেন হেড অব মার্সেল মার্কেটিং মোশাররফ হোসেন রাজিব ও মার্সেল মার্কেটিং বিভাগের এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রবিউল ইসলাম (সুমন), বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক নাজনীন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা।

উল্লেখ্য, আগামী ১৭-২০ মার্চ অনুষ্ঠিত ‘বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা’য় অংশ নেয়ার সুযোগ পাবে এই প্রতিযোগিতার বিজয়ীরা।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।