ঢাকা: শেষ হলো চলমান ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের খেলা। কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে চারটি দল।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী বনাম মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। ম্যাচে ১-০ গোলে আকাশি-নীলদের পরাজিত করে সেমির টিকিট নিশ্চিত করে ‘অল রেডস’ খ্যাত মুক্তিযোদ্ধা।
এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তৃতীয় সেমিতে শেখ রাসেলের কাছে ২-০ গোলে পরাজিত হয় চট্টগ্রাম আবাহনী। ফলে ‘অল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল উঠে যায় সেমিতে।
আর প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ জামাল টাইব্রেকারে ৫-৪ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা মোহামেডান ২-১ গোলে ফেনী সকারকে পরাজিত করে।
ফলে প্রথম সেমিফাইনালে ১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর ২ মার্চ দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ঢাকা মোহামেডান বনাম মুক্তিযোদ্ধা সংসদ।
উল্লেখ্য, দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিকেল ৫.১৫ মিনিটে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫