ঢাকা: ইংলিশ লিগের তারকা ফুটবলারদের মধ্যে অ্যাঙ্গেল ডি মারিয়া অন্যতম। কিন্তু, এই আর্জেন্টাইন মিডফিল্ডার ইংল্যান্ডে এসেই যেন খেই হারিয়ে ফেলেছেন।
এই মৌসুমে ইংলিশ ট্রান্সফার রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানইউতে পাড়ি জমান ডি মারিয়া। শুরুর দিকে ধারাবাহিক থাকলেও ধীরে ধীরে তার পারফরম্যান্সে ভাটা পড়ে। এখন স্বরুপে ফিরতে রীতিমতো লড়াই করছেন এই তারকা মিডফিল্ডার।
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ১৩ ম্যাচে গোলখরায় ভুগছেন ডি মারিয়া। অথচ লিগের প্রথম পাঁচ ম্যাচে তিনটি গোল করেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
ডি মারিয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে ঘিরে ক্লাবের অনেক প্রত্যাশা। কিন্তু, আমি এখনো ইংলিশ লিগের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। যার কারণেই এখানে আমার উত্থান-পতন হচ্ছে। ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম করছি। আশা করছি ধীরে ধীরে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারব। ’
উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গোলখরায় থাকলেও সতীর্থদের দিয়ে ৮টি গোল করিয়েছেন ডি মারিয়া। রেড ডেভিলসদের হয়ে তিনি এখন পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ২১ (লিগে ১৭টি) ম্যাচে চারটি গোল করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫