ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘ক্রীড়াবিদরা দেশের দূত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
‘ক্রীড়াবিদরা দেশের দূত’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ক্রীড়াবিদরা দেশের দূত। বিশ্ব দরবারে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন।

বিশ্বের সবাই তাদের চেনেন। তাই সম্মিলিতভাবেই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে বলে উল্লেখ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারার উত্তর একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালেহা-ইমারত আন্তঃস্কুল, মাদ্রাসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে স্কুল-কলেজে এভাবে নতুন উদ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষার পাশাপাশি মানব জীবনে খেলাধুলাও অত্যন্ত জরুরি। এর মধ্য দিয়ে শিশু-কিশোরদের মেধা ও মননের বিকাশ ঘটে।
  
টুর্নামেন্ট আয়োজন করার জন্য স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের প্রশংসা করে বীরেন শিকদার বলেন, এলাকার সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। এমন উদ্যোগের মাধ্যমে কিশোর ও যুবকদের বিপথে যাওয়া থেকে রক্ষা করা যায়।

খেলাধুলার চর্চা শুরু হওয়ায় রক্তাক্ত জনপদ খ্যাত বাগমারা এখন শান্তির জনপদে রূপান্তরিত হয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।    

প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা কঠিন কর্মসূচির কথা বললেও তাদের সেই শক্তি নেই। জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে কোনো আন্দোলনই সফল হয় না। বিএনপি যেটা করছে সেটা আন্দোলন নয়, জনগণের বিরুদ্ধে নাশকতা। রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা।  

পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার স্থানীয় সংসদ সদস্যের দাবির মুখে বাগমারার উত্তর একডালায় একটি মিনি স্টেডিয়াম করে দেওয়ার ঘোষণা দেন। এছাড়া উপজেলার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কার ও চাহিদামত ক্রীড়া সামগ্রী বরাদ্দ দেওয়া হবে বলে উল্লেখ করেন।

এর আগে দুপুরে প্রতিমন্ত্রী ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ পরিদর্শন করেন। সেখানে বাগমারায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এতে আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সচিব শিবনাথ সরকার, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সালেহা ইমারত ফুটবল টুর্নামেন্টের আয়োজক ও এনা প্রোপার্টিজের এমডি তহুরা হক।

বাগমারা উপজেলার ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শ্রীপুর উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে তাদের পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।