ঢাকা: ন্যু ক্যাম্পে মালাগার বিপক্ষে ১-০ গোলে হারের হতাশা কাটিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরল বার্সেলোনা। গ্রানাডার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা।
গ্রানাডার মাঠে প্রথমার্ধের ২৫ মিনিটে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচের গোলে লিড নেয় বার্সা। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় রাকিটিচের অ্যাসিস্ট থেকে লিড দ্বিগুন করেন লু্ইস সুয়ারেজ। পাঁচ মিনিট পর হোঁচট খায় বার্সা।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ডি-বক্সের মধ্যে গ্রানাডা স্ট্রাইকার বানগুরাকে মার্ক বার্ত্রা ট্যাকল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেয়। স্পট কিক থেকে ফ্রান রিকোর গোলে ম্যাচে ফেরে গ্রানাডা। এরপর নেইমার-সুয়ারেজরা আরো কিছু সুযোগ পেলেও তা জালে জড়াতে পারেননি।
নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে কাতালানদের তৃতীয় গোল নিশ্চিত করেন লিওনেল মেসি। ৩-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মেসি-নেইমাররা। উল্লেখ্য, এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিঁছিয়ে বার্সা। এক ম্যাচ কম খেলা (২৪) রিয়ালের পয়েন্ট সংখ্যা ৬০।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘন্টা, মার্চ ০১, ২০১৫