ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রুনির জোড়া গোলে ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
রুনির জোড়া গোলে ম্যানইউর জয় সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েইন রুনির জোড়া গোলে সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পায় রেড ডেভিলসরা।

নিজেদের সর্বশেষ ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল ম্যানইউ।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে দীর্ঘ সময় ধরে কোনো দলই গোলের মুখ দেখেনি। ৬৪ মিনিট পর্যন্ত গোলশূণ্য অবস্থা থাকে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বাজে পারফরম্যান্সের কারণে অ্যাঙ্গেল ডি মারিয়াকে উঠিয়ে নেন কোচ লুইস ফন গাল। তার জায়গায় মাঠে নামেন বেলজিয়ান তরুণ মিডফিল্ডার আদনান জানুযাজ।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ডি-বক্সের মধ্যে রাদামেল ফ্যালকাওকে ট্যাকল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্ডাল্যান্ড ডিফেন্ডার ওয়েস ব্রাউন। স্পট কিক থেকে রুনির গোলে লিড নেয় স্বাগতিক ম্যানইউ।

নির্ধারিত সময়ের চার মিনিট আগে দলের ও নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন ইংলিশ মিডফিল্ডার রুনি। পরে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। এর আগে গোলের কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় ফেলাইনি-ফ্যালকাওরা।

এ জয়ে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান পুনরুদ্ধার করল ম্যানইউ। ২৭ ম্যাচ শেষে ১৪ জয়, আট ড্র ও পাঁচ পরাজয়ে রেড ডেভিলসদের সংগ্রহ ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৪৮ পয়েন্ট নিয়ে চতর্থ, ম্যানসিটি ৫৫ পয়েণ্ট নিয়ে দ্বিতীয় ও ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে হোসে মরিনহোর চেলসি।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘন্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।