ঢাকা: সময়টা খুবই খারাপ যাচ্ছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের। গতকালের (রোববার) ম্যাচে যোগ হলো আরো একটি বাজে খবর।
এর আগে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টর ফাইনালের প্রথম লেগে বায়ার লেভারকুসানের সঙ্গে ১-০ গোলের পরাজয় বরণ করতে হয় গত বারের রানার আপদের। আর লিগের এ হারে ফার্নান্দো তোরেসরা এখন শিরোপা দৌড়ে অনেক পিছিয়ে পড়লো।
এদিন সেভিয়ার ঘরের মাঠ স্তেদিও রামোন সানচেজ পিজ্জুয়ানে খেলার প্রথম থেকেই বাজে ফুটবল প্রদর্শন করে দু’দলের ফুটবলাররা। যার ফলশ্রুতিতে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি দু’দলের ১১জন ফুটবলারদের হলুদ কার্ড দেখান।
তবে খেলার ২৮ মিনিটে এগিয়ে যাবার সুযোগ এসেছিল চ্যাম্পিয়ন দলটির সামনে। তবে সুযোগটি নষ্ট করে অ্যাতলেটিকো ফুটবলাররা। পরে গোল শুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরেও কোন দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫