ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

খেলা

কমলগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, মার্চ ৬, ২০১৫
কমলগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) বিকেলে শমসেরনগর চা বাগান মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।



টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) তোফায়েল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি প্রমুখ।

শমশেরনগর গোল্ডকাপ ফুটবলের দুই যুগ পদার্পনে টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।