ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা শুরু

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০১৫ রোববার সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে শুরু হয়েছে।

কমান্ডার, ৯ আর্টিলারি ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।



পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন  এরিয়া ও ফরমেশনের মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উল্লেখ্য, এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও সমাপনী  অনুষ্ঠান আগামী ০৫ মার্চ ২০১৫ তারিখে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০১ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।