ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মালয়েশিয়া যাচ্ছে টেনিস দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
মালয়েশিয়া যাচ্ছে টেনিস দল ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে মালয়েশিয়া লন টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে‘জুনিয়র ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া জোন প্রি-কোয়ালিফাইং রাউন্ড ২০১৫’। এই টুর্নামেন্টেটি মালয়েশিয়ার কুচিং এ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশ নিতে চার সদস্যের একটি দল আজ রবিবার রাতে মালয়েশিয়া যাচ্ছে।

দলের খেলোয়াড়গণ হচ্ছেন : মো: রুবেল হোসেন, মো: কাউসার আলী ও মোহাম্মদ ইসতিয়াক। বাংলাদেশ টেনিস ফেডারেশনের চীফ কোচ মোজাহিদুল হক মন্টি বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসাবে মালয়েশিয়া গমন করবেন।
 
প্রতিযোগিতায় বাংলাদেশ, ভুটান, ইরান, ইরাক, কাজাখস্তান, কিরঘিজস্তান, লাওস, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলংকা, সিরিয়া, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম ও ইয়েমেন অংশগ্রহন করবে।

প্রতিযোগতাটি ৯ মার্চ পর্যন্ত চলবে। চার সদস্যের দলটি প্রতিযোগিতায় অংশগ্রহন শেষে ১০ মার্চ দেশে প্রত্যাবর্তন করবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।