ঢাকা: আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে মালয়েশিয়া লন টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে‘জুনিয়র ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া জোন প্রি-কোয়ালিফাইং রাউন্ড ২০১৫’। এই টুর্নামেন্টেটি মালয়েশিয়ার কুচিং এ অনুষ্ঠিত হবে।
দলের খেলোয়াড়গণ হচ্ছেন : মো: রুবেল হোসেন, মো: কাউসার আলী ও মোহাম্মদ ইসতিয়াক। বাংলাদেশ টেনিস ফেডারেশনের চীফ কোচ মোজাহিদুল হক মন্টি বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসাবে মালয়েশিয়া গমন করবেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ, ভুটান, ইরান, ইরাক, কাজাখস্তান, কিরঘিজস্তান, লাওস, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলংকা, সিরিয়া, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম ও ইয়েমেন অংশগ্রহন করবে।
প্রতিযোগতাটি ৯ মার্চ পর্যন্ত চলবে। চার সদস্যের দলটি প্রতিযোগিতায় অংশগ্রহন শেষে ১০ মার্চ দেশে প্রত্যাবর্তন করবে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫