ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকলেও খেলা ৭৫ মিনিটে ফিলিপ কোতিনহো গোলে ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে এদিন অবশ্য খেলার প্রথমেই লিড নেয় স্বাগতিকরা। খেলার ১১ মিনিটে জর্দান হেন্ডারসনের গোলে এগিয়ে যায় অল রেডরা। তবে খেলার ২৫ মিনিটেই সফরকারিদের হয়ে গোল শোধ করেন এডিন জেকো। পরে সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে দু’দলের ফুটবলাররা। তবে খেলার ৭৫ মিনিটে সুযোগ পেয়ে যায় ব্রেন্ডন রর্জাসের দল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলের জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা কোতিনহো।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫