ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

'রেফারি ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিয়েছে'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
'রেফারি ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিয়েছে' ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রবিবার ফেডারেশন কাপের সেমিতে ছিল বাংলাদেশের ক্লাব ফুটবলের দুই জায়ান্ট দলের লড়াই। তাই স্বাভাবিক ভাবেই ম্যাচে উত্তেজনা ছিল বেশী।

শেখ রাসেল আর শেখ জামালের মধ্যকার ম্যাচে মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাগ আউটেও। আর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে রেফারি তৈয়ব হাসানের দিকে আঙুল তুললেন শেখ রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচ ও ফরোয়ার্ড জাহিদ হোসেন এমিলি।

তাদের কথা ছিল দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে খেলা বন্ধ হয়ে যায় একটি হ্যান্ডবল বিতর্ককে কেন্দ্র করে। ৫২ মিনিটে শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ধেয়ে যায় জামালের ডি বক্সের দিকে। আর জামালের গোলরক্ষক শহিদুল আলম সোহলে ডি বক্সের বাইরে এসে বলটি তালুবন্ধী করেন। এই নিয়েই মাঠের মধ্যেই শুরু হয় বিতর্ক, পরে রেফারি তৈয়ব হাসান জামালের গোলরক্ষকে হলুদ কার্ড দেখালেও তাতে তুষ্ট ছিলোনা শেখ রাসেল।     

শেখ রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচ এ সম্পর্কে বলেন, 'রেফারি ছিল ম্যাচের সবচেয়ে বড় ভূমিকায়। আমাদের দুটি আবেদন ছিল রেড কার্ডের। কিন্তু রেফারি শেখ জামালের পক্ষেই কথা বলেছে। ফলে ম্যাচে বাজে প্রভার পড়েছে। ঠিক এ ধরণের ম্যাচ বাংলাদেশ ফুটবলের জন্য খুবই ইতিবাচক। জামালও বেশ ভালো খেলেছে ম্যাচ জুড়ে। কিন্তু রেফারির সিদ্ধান্ত পুরো ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে!'

আর শেখ রাসেলের ফরোয়ার্ড জাহিদ হোসেন এমিলি বলেন, 'ম্যাচে রেফারির সিদ্ধান্ত ছিল আমাদের বিপক্ষে। একটি সিদ্ধান্ত আমাদের পরাজয়ের দ্বার প্রান্তে নিয়ে যায়। খেলোয়াড়গণ তাদের স্বাভাবিক খেলা থেকে দূরে সরে যায়। রেফারির এ ধরণের আচরণ অবশ্যই ঠিক হয়নি। '  

আর সংবাদ সম্মেলনে শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেন, ' ম্যাচে আমাদের খেলোয়াড়গণ তাদের খেলাটা খেলেছে। ম্যাচে জয় পেয়েছে। তারপরেও আমরা প্রথমার্ধে তিনটি সুযোগ হাতছাড়া করেছি। আর রেফারি তার সিদ্ধান্ত দিয়েছে। আমরা তার আছে বেশ কয়েকটি আবেদন ছিল আমরা মেনে নিয়েছি। আমরা আমাদের ছক মোতাবেক খেলেই জয় পেয়েছি। '

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।