ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মুখোমুখি মোহামেডান-মুক্তিযোদ্ধা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
মুখোমুখি মোহামেডান-মুক্তিযোদ্ধা

ঢাকা: সোমবার চলমান ফেডারেশন কাপের ২য় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ১০ বারের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান বনাম ৩ বারের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।
 
‘আবাহনী-মুক্তিযোদ্ধা দুটিই ভাল দল।

দুটি দলেরই খেলা দেখেছি। সেমিতে আমাদের প্রতিপক্ষ তাদের মধ্যে কে হবে, তা নিয়ে ভাবছি না। নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই আমরা। ’ দ্বিতীয় সেমির আগে ঠিক এমনটাই বলেছিলেন মোহামেডানের কোচ কাজী জসিম উদ্দিন জোসি।

আর এ ম্যাচ সম্পর্কে মোহামেডানের ম্যানেজার আহমেদ ইমতিয়াজ নকীব বলেন, ‘এটা আমাদের তরুণ্য নির্ভর দল। এ আসরে আমরা ভাল রেজাল্ট করাতে চাই। আমরা লড়াই করছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

তিনি আরো বলেন,‘এই দলটি থেকে আগামীতে অনেক তারকা খেলোয়াড়ের জন্ম হবে। ’

আর দলীয় অধিনায়ক-ডিফেন্ডার অরূপ কুমার বৈদ্য বলেন, ‘শুধু একটি টার্গেট, ফাইনাল খেলা। আমরা যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠেছি। সেমির ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষ দলের দুর্বল দিকগুলো চিহ্নিত করে খেলা। ’
 
আর মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফ বলেন, ‘সেমির ম্যাচে আমাদের রণকৌশল কেমন হবে সেটা এখনই বলা যাবে না। তবে মাঠের খেলাতেই প্রমাণ করে দেব কেমন খেলবো। দলের খেলোয়াড়রা বেশিরভাগই অভিজ্ঞ। তারা শতভাগ ফিট আছে। '

মুক্তিযোদ্ধার অধিনায়ক এনামুল হক বলেন, ‘এই ক্লাবে অনেকদিন ধরে খেলছি মুক্তিযোদ্ধার হয়ে। এই ক্লাব বরাবরই শিরোপা প্রত্যাশী দল। এ আসরেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছি। দলের খেলোয়াড়দের ওপর আস্থা রাখা যায়। আশা করি আমরা ফাইনালে খেলব। '

এ আসরে আগে ১০ বার চ্যাম্পিয়ন হওয়া ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত মোহামেডান ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে নাম লেখায়। তাদের সংগ্রহ ছিল ২ ম্যাচে ৪ পয়েন্ট। গ্রুপ ম্যাচে তারা ২-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। পরের ম্যাচে ১-১ গোলে ড্র করে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের সঙ্গে। কোয়ার্টারে ২-১ গোলে পরাজিত করে ফেনী সকার ক্লাবকে।

পক্ষান্তরে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয় মুক্তিযোদ্ধা সংসদ। তারা ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে শেষ আটে উন্নীত হয়। গ্রুপের প্রথম ম্যাচে তারা ৪-০ গোলে উত্তর বারিধারাকে হারালেও পরের ম্যাচে গোলশূন্য ড্র করে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে। তবে শেখ রাসেলের সাথে তাদের সমান পয়েন্ট ছিল। কিন্তু এক গোল বেশি করায় রাসেলই হয়ে যায় গ্রুপ চ্যাম্পিয়ন। আর কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারায় অপর ফেভারিট ঢাকা আবাহনী লিমিটেডকে।

এটি ফেডারেশন কাপের ২৭তম আসর। ১৯৮০ সালে এ আসর শুরু হয়। তবে চারবার এ আসরটি অনুষ্ঠিত হয়নি। ১৯৮৪ সালে পরিত্যক্ত, ১৯৯০, ৯২ ও ৯৩ সালে অনুষ্ঠিত হয়নি। মুক্তিযোদ্ধা ৭ বার ফাইনাল খেলেছে। চ্যাম্পিয়ন হয়েছে ৩ বার (১৯৯৪, ২০০১, ০৩)। রানার্সআপ হয়েছে ৪ বার (১৯৯৯, ২০০২, ০৪, ১৩)। তারাই এ আসরের সর্বশেষ রানার্সআপ। ২০১৩ আসরে শেখ জামাল ধানমন্ডির কাছে পরাজিত হয়। ওদিকে ১৪ বার ফাইনাল খেলেছে দেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান। চ্যাম্পিয়ন হয়েছে ১০ বার (১৯৮০, ৮১, ৮২, ৮৩, ৮৭, ৮৯, ৯৫, ২০০২, ০৮, ০৯)। আর রানার্সআপ হয়েছে ৪ বার (১৯৮৮, ৯১, ২০০০, ০৩)।

২৭তম ফেডারেশন কাপে এ আসরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সোয়া ৫টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি করবে বিটিভি ওয়ার্ল্ড।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।