ঢাকা: টটেনহামকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের শিরোপা ঘরে তুললো চেলসি। এর আগে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৯০ হাজার দর্শকের সামনে ফাইনালে খেলতে নামে দু’দল।
এ মৌসুমে চেলসি প্রথম কোন শিরোপা ঘরে তুললো। গতকাল (রোববার) খেলার প্রথমার্ধ প্রায় গোল শুন্য ছিল। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে(৪৫) কার্ত জৌমার অ্যাসিস্ট থেকে দলের হয়ে প্রথম লিড এনে দেন ব্লুজ অধিনায়ক জন টেরি। পরে লিড নিয়েই বিরতিতে যায় হোসে মরিনহোর শিষ্যরা।
বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্বক হয়ে খেলতে থাকে প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি। আর খেলার ৫৬ মিনিটে দলীয় আক্রমণে যায় চেলসি। পরে স্প্যানিস তারকা দিয়েগো কস্তা একটি জোড়ালো শট করলে তা ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান টটেনহাম ফুটবলার কায়েল ওয়াকার।
আর ওয়াকারের এ আত্মঘাতি শটে ২-০তে লিড বাড়ায় চেলসি। পরে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫