ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাজশাহীতে ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
রাজশাহীতে ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আগামী ২৮ মার্চ এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



শনিবার (১৪ মার্চ) সকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী ব্যাংকার্স ক্লাবের সভাপতি শেখ আবদুল্লাহ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উপ-ব্যবস্থাপক আবদুল খালেক খান।

উদ্বোধনী দিনে আটটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। দিনের প্রথম খেলায় দুই উইকেটে ওয়ান ব্যাংককে হারিয়েছে রূপালি ব্যাংক লিমিটেড। এই টুর্নামেন্টে সরকারি-বেসরকারি ২৭টি ব্যাংক অংশ নিচ্ছে। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।