ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অ্যামেচার গলফের শিরোপা জিতলো বাংলাদেশের সজিব আলী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
অ্যামেচার গলফের শিরোপা জিতলো বাংলাদেশের সজিব আলী ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে ও কুর্মিটোলা গলফ ক্লাব এর আয়োজনে ‘রানার গ্রুপ ৩০তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০১৫’ শনিবার শেষ হয়েছে। বাংলাদেশের অ্যামেচার গলফার মো: সজিব আলী  চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছেন।

আজ শেষ রাউন্ডে চমৎকার ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে  পারের চেয়ে ০৬ স্ট্রোক কম খেলে তিনি শিরোপা বিজয় নিশ্চিত করেন।

মোঃ সজিব আলীর চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৭০+ ৬৯ + ৬৫ + ৬৬ = ২৭০ যা সর্বেমোট পারের চেয়ে ১৮ ষ্ট্রোক কম। থাইল্যান্ডের সাডম কাইওয়াকানজানা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। তাঁর চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৭৫ + ৭২ + ৬৬ + ৭১ = ২৮৪ যা পারের চেয়ে ০৪ স্ট্রোক কম। বাংলাদেশের উদীয়মান অ্যামেচার গলফার মোঃ রাসেল পারের চেয়ে ০৩ স্ট্রোক বেশী খেলে ৩য় স্থান অধিকার করেছেন।

মিস পারিন্দা ফোকান এবং মিস কানিয়ালাক প্রিদাসুত্থিজিত সমন্বয়ে গঠিত থাইল্যান্ড মহিলা দল দলগত ইভেন্টে শিরোপা অর্জন করেছেন। পারের সমান স্ট্রোক খেলে(১৪৪ + ১৪৪)২৮৮ গ্রস স্কোর নিয়ে তাঁরা এই শিরোপা নিশ্চিত করেন। মিস সোনিয়া আক্তার ও মিস নাসিমা আক্তার সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা  ’ দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁদের দুই রাউন্ডের সর্বমোট গ্রস স্কোর(১৬০ + ১৫৩)৩১৩ যা পারের চেয়ে ২৫ স্ট্রোক বেশী। মিস জাকিয়া সুলতানা এবং মিস লিজা আক্তার সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা দল এ ইভেন্টে ৩য় স্থান অর্জন করেছেন।

মহিলা এককে থাইল্যান্ডের মিস পারিন্দা ফোকান পারের চেয়ে ০২ স্ট্রোক কম খেলে ১ম স্থান এবং তারই স্বদেশী মিস কানিয়ালাক প্রিদাসুত্থিজিত পারের চেয়ে ০২ স্ট্রোক বেশী খেলে ২য় স্থান অধিকার করেছেন। বাংলাদেশের মিস সোনিয়া আক্তার পারের চেয়ে ০৮ স্ট্রোক বেশী খেলে ৩য় স্থান অধিকার করেছেন।

গলফ চ্যাম্পিয়নশিপটি গত বুধবার(১১ মার্চ)শুরু হয়।   চার দিন ব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ  ছাড়াও আফগানিস্থান, ভূটান, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও থাইলান্ড এর শ্রেষ্ঠ অ্যামেচার গলফারগণ অংশগ্রহণ করেন। ৩৬ জন বিদেশী গলফারসহ সর্বমোট ১৮৫ জন গলফার(পুরুষ ১৬৪ ও মহিলা ২১)এ প্রতিযোগিতায় অংশ নেন।

ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে সন্ধ্যায় মাননীয় বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করবনে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবনে বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ, রানার গ্রুপ ৩০তম বিএজিসি ২০১৫ এর সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আখতার (অবঃ), টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী কর্ণেল সরদার হাসান কবির (অবঃ) এবং রানার গ্রুপ এর ম্যানেজিং ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান (অবঃ)।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।