ঢাকা: শনিবার প্রস্তুতি ম্যাচে নারায়ণগঞ্জ জেলা মহিলা একাদশকে বিধ্বস্ত করে বড় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ বালিকা দল ১০-০ গোলে জয়ী হয়!
বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিল ৭-০ গোলে।
আগামী ২০-২৫ এপ্রিল ২০১৫ পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের খেলা নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। ‘সাউথ এ্যান্ড সেন্ট্রাল জোন’-এ পড়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ভুটান। আর গ্রুপ ‘এ’তে আছে ইরান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপাল।
এ আসরে অংশগ্রহণের লক্ষ্যে বাফুফে ভবনে গত ২৬ ফেব্রুয়ারি থেকে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। এ আবাসিক ক্যাম্প উপলক্ষে ৩৯ কিশোরী ফুটবলারকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। কোচ গোলাম রব্বানী ছোটন পরে এখান থেকে ১২ জনকে বাদ দিলে তাদের সংখ্যা দাঁড়ায় ২৭। নেপালে যাবার আগে এটি অনূর্ধ্ব-১৪ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। আর কয়েকদিন আগে প্রথম ম্যাচে একই দলকে তারা হারিয়েছিল ৬-৪ গোলে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
ইয়া/এমএমএস