ঢাকা: আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব উপলক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে গত ১০ মার্চ থেকে। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ২০১৬'।
এতে এশিয়ার ৪৩টি দেশ ১০টি গ্রুপে ভাগ হয়ে মুখোমুখি হচ্ছে। আর ‘ই’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ লড়বে ভারত, সিরিয়া এবং উজবেকিস্তানের বিপক্ষে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন অনুশীলন করে যাচ্ছে ওয়াহেদ, হেমন্ত, তকলিস, লিটন, রায়হানরা। তাদের দায়িত্ব নিতে ইতিমধ্যেই আবারও ঢাকায় এসেছেন ডাচম্যান লোডভিক ডি ক্রুইফ। আর শনিবার ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুবদলের অনুশীলনের শেষ দিন। রবিবার থেকে দলটি চলে যাবেন সাভারের জিরানির বিকেএসপিতে। সেখানে অনুশীলন চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।
ক্রুইফের সাথে এবার একজন গোলরক্ষক কোচও যুক্ত হয়েছেন যুবাদের প্রশিক্ষণের জন্য। আর শনিবার বাফুফে ভবনে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বৈঠক করেন ক্রুইফ এবং শোয়েচলারের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে সালাউদ্দিন জানান, ‘আমি শোয়েচলারকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের জাতীয় দল যেসব ম্যাচগুলোতে হারে, তার নব্বই শতাংশ ক্ষেত্রেই দেখা গেছে ফ্রি কিক এবং ক্রস থেকে গোলরক্ষক গোল হজম করছে। এক্ষেত্রে তার পজিশন সেন্সের অভাব প্রকট। তবে এক্ষেত্রে আমি রক্ষণভাগকেও দায়ী করব, কেননা ফ্রি কিকের সময় তারা ঠিকমতো প্রাচীর গড়ে তুলতে পারে না। শোয়েচলারকে আমি বলেছি, গোলরক্ষকের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। ’

শোয়েচলারকে আসলে কতদিনের জন্য এনেছে বাফুফে এ প্রশ্নের উত্তরে সালাউদ্দিন জানান, 'আপাতত অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট পর্যন্তই তার মেয়াদ। তারপর শোয়েচলার সিলেটে যাবেন বাফুফে ফুটবল একাডেমি পরিদর্শনে। তারপর সম্ভবত আমরা ১ বা ২ এপ্রিল তার সঙ্গে কথা বলবো। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হয়তো তার সঙ্গে চুক্তির মেয়াদ বেড়ে যেতে পারে। '
আর অনূর্ধ্ব-২৩ আসর শুরু হওয়ার আগে বাংলাদেশ দল কোন প্রস্ততি ম্যাচ খেলবে কি না? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘আমরা সিঙ্গাপুর গিয়ে ওদের অলিম্পিক টিমের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ মার্চ আমাদের যুব দল সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। ’
আর অনূর্ধ্ব-২৩ আসরে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘সিরিয়া, উজবেকিস্তান খুবই শক্তিশালী। উজবেকিস্তান তো ২০১৪ ফিফা বিশ্বকাপের মূলপর্বে অল্পের কোয়ালিফাই করতে পারেনি। সেক্ষেত্রে আমি চাই ওদের সঙ্গে বাংলাদেশ দল ভাল খেলে অভিজ্ঞতা অর্জন করবে। এই টুর্নামেন্টে ভাল খেললে আগামীতে জাতীয় দলে সুযোগ পাওয়াটা অনেক সহজ হবে। ’
আর নতুন গোলরক্ষক কোচ শোয়েচলার বলেন, ‘বাফুফে সভাপতিতে ধন্যবাদ আমাকে এদেশের ফুটবল নিয়ে কাজের সুযোগ করে দেয়ার জন্য। আমি চেষ্টা করব গোলরক্ষকদের টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল সমস্যাগুলো দূর করতে, তাদের পারফরম্যান্স, স্কিল আর আত্মবিশ্বাস বাড়াতে। যদিও টুর্নামেন্টের আগে সময় হাতে বেশি নেই, তারপরও আমি আপ্রাণ চেষ্টা করব। ’
ওদিকে আজ শনিবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে যুবারা।
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ডাচ-জার্মান দ্বৈরথের সাফল্য ঘরে তুলতে পারে কিনা বাংলাদেশ ফুটবল।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫