ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘সিদ্দিক ভাইয়ের মতো গলফার হতে চাই’

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
‘সিদ্দিক ভাইয়ের মতো গলফার হতে চাই’ ছবি: সংগৃহীত

ঢাকা: গলফ বিশ্বজুড়ে জনপ্রিয় একটি খেলা হলেও বাংলাদেশে এটি পরিচিতি পেতে অনেক সময় লেগেছে। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের আন্তর্জাতিক সাফল্য গলফকে বাংলাদেশি মানুষের কাছে পরিচিত করেছে।

সেই সিদ্দিকুরই দেশের তরুণ গলফারদের কাছে অনুপ্রেরণা।

শনিবার শেষ হয় চার দিনব্যাপী ‘রানার গ্রুপ ৩০তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০১৫’। আর এ আন্তর্জাতিক আসরে চ্যাম্পিয়ন শিরোপা জয় করেন বাংলাদেশের অ্যামেচার গলফার মো: সজিব আলী।  

চ্যাম্পিয়ন হওয়ার পর গলফার মো: সজিব আলী বাংলানিউজকে তার অনুভূতির কথা জানান। তিনি বলেন, নিজের কাছে খুব ভালো লাগছে। দেশকে কিছু দিতে পারা অনেক সম্মানের। আমি সিদ্দিক ভাইয়ের মতো উপরে উঠতে চাই। তার মতো প্রফেশনাল গলফার হতে চাই।

অ্যামেচার গলফার সজিব আলী এর আগে অস্ট্রেলিয়া, কোরিয়া, চীন, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও ভুটানসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকগুলো আসরে খেলেছেন। তাকে পৃষ্ঠপোষকতা করছেন বে ডেভেলপমেন্ট।

পরবর্তী লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে উদীয়মান গলফার সজিব বলেন, এশিয়ার গলফারদের জন্য ভারতে একটা কোয়ালিফাইং (পিজিপিএ আসর) হয়। ওটাতে আমি যদি টপ সিক্সটি বা টপ ফিফটির ভেতর থাকতে পারি তাহলে এক বছর ভারতে খেলতে পারব। ইতোমধ্যেই আমি প্রস্তুতি নিয়েছি। গলফ ক্লাব অথরিটিকে জানিয়েছি। তারা আমাকে অনুমতি দিয়েছে। মে মাসে ভারতের ব্যাঙ্গালোরে একটা টুর্নামেন্ট (এশিয়ান গেমস) আছে। ওটা খেলে আমি প্রফেশনালে টার্ন করবো। ’

সজীব চান দেশে আরো বেশি আন্তর্জাতিক গলফ আসর হোক। তাহলে অনেক গলফার উঠে আসবে। অনেকটা আক্ষেপ নিয়ে এই গলফার বলেন, ‘যাদের সাথে খেলে চ্যাম্পিয়ন হলাম ওরা দেশে-বিদেশে অনেক টুর্নামেন্ট খেলে। আমরাতো বিদেশে তেমন যেতে পারিনা। বছরে তিন-চারবার যাই। ওরা বছরে ১৫ থেকে ২০টা টুর্নামেন্ট খেলে। আমাদের দেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনেক কম হয়। ’

বাংলাদেশে প্রফেশনাল গলফার মাত্র চারজন। তারা হলেন সিদ্দিকুর রহমান, জামাল হোসেন মোল্লা, শওকত হোসেন সোহেল ও দুলাল হোসেন। পঞ্চম গলফার হিসেবে হয়তো অচিরেই দেখা যাবে সজীব আলীকে! লাল-সবুজের পতাকা তুলে ধরবেন বিশ্বের নানা প্রান্তে।

‘রানার গ্রুপ ৩০তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০১৫’ তে  স্বাগতিক বাংলাদেশ  ছাড়াও আফগানিস্তান, ভূটান, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইলান্ড এর শ্রেষ্ঠ অ্যামেচার গলফারগণ অংশগ্রহণ করেন। ৩৬ জন বিদেশী গলফারসহ সর্বমোট ১৮৫ জন গলফার (পুরুষ ১৬৪ ও মহিলা ২১) এ প্রতিযোগিতায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।