ঢাকা: গত বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিলকে এ বছরের মাঝামাঝি সময়ে আবারো মাঠে দেখা যাবে। মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে নেইমারের ব্রাজিল মাঠে নামবে।
চিলিতে আসন্ন কোপা আমেরিকার আসরে অন্যতম ফেভারিট ব্রাজিল মাঠে নামার আগে নিজেদের মাটিতে মেক্সিকো আর হন্ডুরাসের বিপক্ষে খেলবে। ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে এমনটাই নিশ্চিত করা হয়েছে।
জুনের ৭ তারিখে প্রথম প্রীতি ম্যাচে মেক্সিকোকে আতিথ্য দেবে সেলেকাওরা। এর তিন দিন পর ১০ জুন হন্ডুরাসকে মুখোমুখি হতে হবে স্বাগতিক ব্রাজিলের।
বিশ্বকাপের হতাশা কাটিয়ে নেইমারের অধিনায়কত্বে পরবর্তী সময়ে কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা, জাপান আর তুরস্কের বিপক্ষে মাঠে নামে। নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনে পাঁচটি ম্যাচেই জয় পায় ব্রাজিল।
আসন্ন কোপা আমেরিকায় দুঙ্গা এবং নেইমারের ব্রাজিল শিরোপা জিততে গ্রুপ ‘সি’তে থাকা পেরু, কলম্বিয়া আর ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে। ১৪ জুন পেরুর বিপক্ষে নেইমাররা তাদের কোপা আমেরিকার মিশন শুরু করবে। ১৭ জুন কলম্বিয়া আর ২১ জুন ভেনিজুয়েলার বিপক্ষে লড়বে ব্রাজিল।
তবে, জুনের আগেই এ মাসে মাঠে নামবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২৬ মার্চ প্যারিসে খেলবে ফ্রান্সের বিপক্ষে আর লন্ডনে ২৯ মার্চ খেলবে চিলির বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৫