ঢাকা: এশিয়া কাপ স্টেজ-২’তে অংশ নিতে আগামী সোমবার থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছে বাংলাদেশ ‘এ’ আরচ্যারি দল। ১৭ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
এ আসরে মোট ৩০ টি দেশ অংশ নিচ্ছে। আর এ সফরে আরচ্যারি ফেডারেশনকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা গ্রুপ, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ সেনাবাহিনী।
এ উপলক্ষে রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, সহ-সভাপতি আনিসুর রহমান, কোচ নিশীথ দাশ ও ম্যানেজার রাহাত-উস-সত্তার।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান, ‘এ দলটির বেশিরভাগ আরচ্যারই নতুন। শেখ সজীব ও শ্যামলীসহ মাত্র ৩ জন আরচ্যার আছেন আগের। গত বছর এ টুর্নামেন্টে অংশ নিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবারও আমরা ভালো করার আশা করছি। ’
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি ও এ সফরের দলনেতা এম শোয়েব চৌধুরী জানান, 'গতবারের মতো এবারও ভালো খেলে স্বর্ণ জিততে চাই। সেই সাথে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ’
টুর্নামেন্ট শেষে বাংলাদেশ দল ২২ মার্চ দেশে ফিরে আসবে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৫