ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

খেলা

শুরু হচ্ছে প্রিমিয়ার হকির দলবদল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, মার্চ ১৫, ২০১৫
শুরু হচ্ছে প্রিমিয়ার হকির দলবদল

ঢাকা: শুরু হচ্ছে প্রিমিয়ার হকির দলবদল। আগামী ২৬-২৮ এপ্রিল চলবে এ দলবদল কার্যক্রম।

তবে এখনও মোহামেডানসহ ৪টি দলের সঙ্গে হকি ফেডারেশনের অচলাবস্থার কোন সুরাহা হয়নি। আর এ অবস্থার মধ্যেই ঘোষণা করা হয়েছে হকির দলবদলের তারিখও!

১০ মে থেকে ক্লাব কাপ শুরু করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লাব কাপ হকি প্রতিযোগিতার ফাইনাল খেলার ২দিন পর থেকে লিগ শুরু করাবে হকি ফেডারেশন। প্রিমিয়ার বিভাগ হকি লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

তবে বর্তমান অচল অবস্থার কারণে হয়তো সব দলের অংশ গ্রহণে এবারও অনুষ্ঠিত হবে না প্রিমিয়ার লিগ। কারণ মোহামেডান ছাড়াও মেরিনার ইয়াংস, ওয়ারী এবং বাংলাদেশ স্পোর্টিং ক্লাব হকি ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে কোনো প্রতিযোগিতায় অংশ না নেয়ার যে ঘোষণা দিয়েছিল, তাতে এখনও অনড় রয়েছে ক্লাবগুলো।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।