ঢাকা: দু’জনের বিচরণ আলাদা আলাদা জগতে। একজন ক্রীড়াঙ্গনে সেরাদের সেরা, অপরজন সংগীতে তারকাদের তারকা।
জনপ্রিয়তায় শীর্ষে থাকা দুই জগতের এই তারকারা কখনোই নিজ নিজ ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী নন। তবে ফেসবুকের কল্যাণে এখন তারা একে অপরের প্রতিযোগী।
ফেসবুকে এতোদিন জনপ্রিয়তার শীর্ষে ছিলেন কলম্বিয়ান গায়িকা এবং স্পেন-বার্সেলোনার তারকা খেলোয়াড় জেরার্ড পিকের স্ত্রী শাকিরা। তবে এবার সে আসন খুইয়েছেন পর্তুগিজ-রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোনালদোর কাছে।
প্রতিবেদন লেখার সময় ফেসবুকে রোনালদোর পেজে লাইক সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৭১ লাখ ৫ হাজারেরও বেশিতে। আর তার চেয়ে প্রায় ১৫ হাজার কম অর্থাৎ ১০ কোটি ৭০ লাখ ৯০ হাজারের মতো লাইক আছে শাকিরার ফেসবুক পেজে।
অবশ্য, ফুটবলের সিআরসেভেনের চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন বিস্ময়বালক লিওনেল মেসি ফেসবুকে জনপ্রিয়তায় রয়েছেন ১৩তম অবস্থানে। তার মোট লাইক সংখ্যা প্রায় আট কোটি।
টুইটারেও রোনালদো সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াব্যক্তিত্ব। সেখানে তার ফলোয়ার রয়েছে প্রায় সাড়ে তিন কোটির বেশি। অবিশ্বাস্যভাবে এখানে তার নিকটতম জনপ্রিয় ব্রাজিলের রিকার্ডো কাকা, যার ফলোয়ার প্রায় আড়াই কোটি।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫