ঢাকা: চলমান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির চুড়ান্ত পর্বে রবিবার ৪টি ম্যাচে অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত চার ম্যাচের তিনটিতেই বড় জয় পেয়েছে আহমেদ বাওয়ানী একাডেমী, ফতুল্লা পাইলট স্কুল ও দিনাজপুর জেলা স্কুল।
ম্যাচে আহমেদ বাওয়ানী একাডেমী ৭-০ গোলে ভিজে সরকারী উচ্চ বিদ্যালয়কে, দিনাজপুর জিলা স্কুল ৫-১ গোলে মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলকে, ফতুল্লা পাইলট স্কুল ৬-২ গোলে আরজত আতরজান স্কুলকে পরাজিত করে।
অপর ম্যাচে বিএএফ শাহীন স্কুল, চট্টগ্রাম ১-০ গোলে ফরিদপুর মুসলিম মিশনকে পরাজিত করে।
খেলা শেষে 'ঙ' গ্রুপ থেকে বিএএফ শাহীন স্কুল চট্টগ্রাম, 'চ' গ্রুপ থেকে দিনাজপুর জেলা স্কুল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ইতিপূর্বে 'ক' গ্রুপ থেকে রফিকউদ্দিন মেমোরিয়াল স্কুল কুমিল্লা, 'খ' গ্রুপ থেকে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় জয়পুরহাট, 'গ' গ্রুপ থেকে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ফরিদপুর এবং 'ঘ' গ্রুপ থেকে জে এম সেন স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
আগামী সোমবার থেকে চূড়ান্ত পর্বের শেষ দুইটি গ্রুপ 'ছ' ও 'জ' গ্রুপের খেলা শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫