ঢাকা: রিও অলিম্পিক প্রাক ও এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে রবিবার দুপুরে সাভার বিকেএসপিতে গেছেন ফুটবলাররা। সেখানে পৌছেই বিকালে হালকা অনুশীলন করেছে দলটি।
এক সপ্তাহের প্রস্তুতির পর দল থেকে ছিটকে গেছে মিলন, ওমর ফারুক, রাকিবুল, সোহেল রানা, ফজলে রাব্বি, ইব্রাহিম, জাবেদ, শাহেদ, বিশ্বজিৎ ও রাফি। তবে পায়ে চোট থাকার পরেও দলে ঠাঁই পেয়েছেন জাতীয় দলের নির্ভযোগ্য দুই খেলোয়াড় সোহেল রানা ও হেমন্ত ভিনসেন্ট।
ওদিকে ভিসা জটিলতায় সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ অনিশ্চিতর মুখে। বুধবার ভিসা পাওয়া যাবে, সেদিন রাতে জানা যাবে ২০ মার্চের মধ্যে ম্যাচ হবে কিনা। তবে স্বাগতিকরা এরপর খেলতে চায় না।
এখন প্রস্তুতি ম্যাচের বিকল্প প্রতিপক্ষ খোজা হচ্ছে ঠিক এমনটি জানালেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আর সোমবার থেকে সাভার বিকেএসপিতে শিষ্যদের নিয়ে কঠোর অনুশীলনে নামবেন ডাচম্যান লুডভিক ডি ক্রুইফ ও জার্মান গোলরক্ষক কোচ শোয়েলচার।
উল্লেখ্য, আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব উপলক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে গত ১০ মার্চ থেকে। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ২০১৬'।
এরপর দলটি অংশ নিবে ইন্দো-বাংলা গেমস। দুই বাংলার সম্প্রীতির গেমসের চতুর্থ আসর ঢাকায় অনুষ্ঠিত হবে ৮-১০ মে। আর ৩ এপ্রিল পেশাদার লিগ শুরু হলেও গেমসের আগে দিন সাতেক ক্যাম্প হবে কোচ সাইফুল বারী টিটুর অধীনে।
বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের ২৬ খেলোয়াড়গণ হলেন- শেখ জামালের রায়হান হাসান, ইয়াছিন খান, সোহেল রানা, রুবেল মিয়া ও তকলিস আহমেদ। ঢাকা আবাহনীর নাহিদুল ইসলাম নাহিদ, আতিকুর রহমান ফাহাদ, শাহেদুল আলম শাহেদ, আমিনুর রহমান সজীব, সাকিল আহমেদ, টুটুল হোসেন বাদশা, ওমর ফারুক বাবু ও ওয়াহেদ আহমেদ।
এছাড়া শেখ রাসেলের রাসেল মাহমুদ, তপু বর্মন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও এ এস ইউসুফ সিফাত। ঢাকা মোহামেডানের নুরুল নাইম ফয়সাল, জুয়েল রানা ও হোসেন সুজন। মুক্তিযোদ্ধা সংসদের আনিসুর রহমান। ব্রাদার্স ইউনিয়নের মেজবাহ উদ্দিন ও কায়সার আলী রাব্বি। বিজেএমসির নাঈম। রহমতগঞ্জের নুরুল আবসার এবং বিকেএসপির মাসুদ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫