ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

একাডেমিতে যুক্ত হল আরো ১৪ ফুটবলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
একাডেমিতে যুক্ত হল আরো ১৪ ফুটবলার

ঢাকা: অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরিতে যুক্ত হল আরো ১৪ ফুটবলার। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্রায়ালের মাধ্যমে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

এই দলটি আগামী মে মাসে তাজিকিস্তানে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টের জন্য প্রস্তুত হবে।

বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। আগামী মে মাসে তাজিকিস্তানে অনুষ্ঠিতব্য ‘এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট’-এ বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল অংশ নেবে। এ লক্ষ্যে গত সেপ্টেম্বরে দলগঠনের জন্য দেশব্যাপী ট্রায়ালের মাধ্যমে ২০ সদস্যের একটি অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দল গঠন করা হয়। আর এবার নতুনভাবে বাছাইকৃত ১৪ জন ফুটবলার তাদের সাথে যুক্ত হবে।

১৪ ফুটবলার হলেন: হৃদয় দাস (যশোর), রাশেদ (যশোর), সানিয়াদ (নারায়ণগঞ্জ), শাওন (মাগুরা), রিমন (নওগাঁ), হৃদয় (নারায়ণগঞ্জ), সানোয়ার (টাঙ্গাইল), সালমান (মাদারীপুর), শাকিল (কুমিল্লা), হাসান (নারায়ণগঞ্জ), শয়ন (নারায়ণগঞ্জ), সাজ্জাদ (নারায়ণগঞ্জ), রাজা (নওগাঁ) ও আদনান (নারায়ণগঞ্জ)।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।