ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেলসির ড্র, ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
চেলসির ড্র, ম্যানইউর জয়

ঢাকা: সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়ালো ইংলিশ লিগের শীর্ষে থাকা চেলসি। অপর ম্যাচে টটেনহামকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।



স্ট্যামফোর্ড ব্রিজে খেলা শুরুর ১১ মিনিটের মাথায় চেলসিকে লিড এনে দেন স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা। ডান প্রান্ত থেকে ব্রানিস্লাভ ইভানোভিচের ক্রস থেকে গোল করার মধ্য দিয়ে লিগের সর্বশেষ ছয় ম্যাচে পাঁচ গোল করলেন কস্তা।

এগিয়ে গিয়েও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। সাত মিনিট পরেই সমতায় ফেরে সাউদাম্পটন। ডি-বক্সের মধ্যে সাদিও মানেকে চেলসির মিডফিল্ডার নিমাঞ্জা মাটিচ ট্যাকল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেয় রেফারি। স্পট কিক থেকে গোল করেন দুসান টেডিক। নির্ধারিত সময় শেষে হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

অপর ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানইউ। প্রথমার্ধের ৯ মিনিটে মাইকেল ক্যারিকের অ্যাসিস্ট থেকে গোলের সূচনা করেন মারুয়ান ফেলাইনি। ১০ মিনিট পর লিড দ্বিগুন করেন ক্যারিক। ৩৪ মিনিটের মাথায় রেড ডেভিলসদের তিন গোলে এগিয়ে দেন অধিনায়ক ওয়েইন রুনি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রুনি-ফ্যালকাওরা।

পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচ শেষে ১৬ জয়, আট ড্র ও পাঁচ পরাজয়ে ৫৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে আর্সেনাল ও চার পয়েন্টে এগিয়ে থেকে দুইয়ে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে হোসে মরিনহোর চেলসি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘন্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।