ঢাকা: ফ্রেঞ্চ লিগে বোর্ডেক্সের কাছে ৩-২ গোলে হেরে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া করলো প্যারিস সেইন্ট জার্মেই। এই মৌসুমে তৃতীয়বার হারের মুখ দেখল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।
বোর্ডেক্সের মাঠে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে পিএসজি। স্বাগতিকদের হয়ে গোলটি করেন লুডোভিক সেন। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার জাবিয়ের পাস্তোরের অ্যাসিস্ট থেকে পিএসজিকে সমতায় ফেরান জ্লাতান ইব্রাহিমোভিচ। ৭০ মিনিটে মিডফিল্ডার ওয়াহবি খাজরির গোলে আবারো লিড নেয় বোর্ডেক্স।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে পেনাল্টি পায় পিএসজি। ডি-বক্সের মর্ধে আর্জেন্টাইন ফরোয়ার্ড ইজেকুয়েল লাভেজ্জিকে ট্যাকল করে বোর্ডেক্সের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারিয়ানো। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ।
ইব্রার গোলে সমতায় ফিরলেও তিন মিনিট পরেই মারিয়ানোর অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের ৩-২ গোলে এগিয়ে দেন উরুগুয়ের তরুণ স্ট্রাইকার দিয়েগো রোলান। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে কাভানি-ইব্রাহিমোভিচরা।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘন্টা, মার্চ ১৬, ২০১৫