ঢাকা: ভারতের কোলকাতার হো চি মিন স্ট্রিটে সোমবার হতে শুরু হয়েছে এলআইসি দ্বিতীয় আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার খেলা। পশ্চিম বঙ্গের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার চেস একাডেমি এ প্রতিযোগিতার আয়োজক।
বাংলাদেশ হতে ১০ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিয়েছে। তারা হলেনঃ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও শফিক আহমেদ, লিওনাইন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, নারায়ণগঞ্জের প্রিতম-প্রিজম চেস ক্লাবের মোঃ জামাল উদ্দিন এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের দেওয়ান শহিদুল আমিন টিপু।
১১ টি দেশের ২৭জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ২জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৩১ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন।
প্রথম রাউন্ডে রাকিব ভারতের অভিশেক দাসের সাথে, জিয়া ভারতের বিক্রমজিৎ সিংয়ের সাথে, এনামুল ভারতের বৈশালীর সাথে, দেবরাজ ভারতের ক্রান্তি কুমারের সাথে, রানী হামিদ ভারতের আন্তর্জাতিক মাস্টার নিশা মোহতার সাথে, মালেক ভারতের গ্র্যান্ড মাস্টার তেজাস বাকরের সাথে, শফিক ভারতের আন্তর্জাতিক মাস্টার সায়ন্তনের সাথে, সোহেল ভারতের রবি তেজার সাথে, জামাল ভারতের আন্তর্জাতিক মাস্টার শিবানন্দের সাথে ও টিপু ভারতের রবিনন্দন টিপুর সাথে খেলেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৫