ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

যুবাদের প্রতিপক্ষ মোহামেডান ও শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
যুবাদের প্রতিপক্ষ মোহামেডান ও শেখ জামাল ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কথা ছিল আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের আগে সিঙ্গাপুর গিয়ে সে দেশের অলিম্পিক দলের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু ভিসা জটিলতার কারণে সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে গেছে।



তাই ২৭-৩১ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য অলিম্পিক প্রাক ও এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইপর্বের আগে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ অংশ নিবে লোডভিক ডি ক্রুইফ শিষ্যরা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বিকেএসপিতে প্রথম প্রীতি ম্যাচে যুবাদের প্রতিপক্ষ সাদা-কালোর শিবির। আর পরের ম্যাচে শেখ জামালের বিপক্ষে মাঠে নামবে দলটি। বর্তমানে দলটি সাভার বিকেএসপিতে অবস্থান করছে।

উল্লেখ্য, আগামী ২০ মার্চ ঢাকা এসে ২৩-২৪ মার্চ আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলবে উজবেকিস্তান। আর সিরিয়া ২৫ মার্চ আসলেও ভারত আসবে তাদের দুদিন আগে।

ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ২০১৬'। 'ই' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সিরিয়া আর উজবেকিস্তান। তিন দলের মধ্যে ভারত ছাড়া বাকি দুই দলই ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে বেশ এগিয়ে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।