ঢাকা: ইতিহাস গড়ে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে মালদ্বীপ পুলিশ ক্লাবের হয়ে খেলতে মালদ্বীপ গেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক সাবিনা খাতুন। মালদ্বীপের পুলিশ ক্লাবের হয়ে ক্লাব মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা নামের একটি আসরে অংশ নিতে বর্তমানে দ্বীপরাষ্ট্রটিতে অবস্থান করছেন তিনি।
আমাগীকাল (মঙ্গলবার ১৭ মার্চ) প্রথম ম্যাচে পুলিশ ক্লাবের হয়ে এমইই ক্লাবের বিপক্ষে লড়বে সাবিনা খাতুন। আর ২২ মার্চ পিসি অফিস ও ২৭ মার্চ ক্লাব এমআর ডিসি দলের বিপক্ষে মাঠে নামবে সাবিনার দল পুলিশ ক্লাব।
সাবিনার ক্লাবটি মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ। তাই এবার অনেক বেশী দায়িত্ব নিয়ে খেলতে হবে সাবিনাদের।
দেশ ছাড়ার আগে সাবিনা প্রতিশ্রুতি দিয়ে গেছেন ‘আমি মালদ্বীপে গিয়ে প্রমাণ করব বাংলাদেশের মেয়েরা সত্যিই ভাল ফুটবল খেলতে পারে। আর আমি যদি ভালো খেলতে পারি, তাহলে দেশের অন্য মেয়েরাও ভবিষ্যতে বিদেশী ক্লাবগুলোতে খেলার সুযোগ পাবে। ’
পুলিশ ক্লাবের সবার নজর বাংলাদেশী এ তরুনীর দিকেই। কারণ, মালদ্বীপ পুলিশ ক্লাবে তিনিই একমাত্র বিদেশি খেলোয়াড়। এ প্রতিযোগিতাটি ১৪ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে। টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ১৪ টি দল।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৫