ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

খেলা

লিভারপুলের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, মার্চ ১৭, ২০১৫
লিভারপুলের কষ্টার্জিত জয়

ঢাকা: সোয়ানসি সিটির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে উঠার লড়াইটা অব্যাহত রাখল অল রেডসরা।

পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে দুই পয়েণ্ট পিছিয়ে আছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

লিভার্টি স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূণ্য থাকে। কিন্তু, স্বাগতিক সোয়ানসির গিলফি সিগার্ডসন ও লিভারপুলের ড্যানিয়েল স্টারিজ দু’টি সহজ সুযোগ হাতছাড়া করেন। এ ম্যাচে অসুস্থতার কারণে ইতালিয়ান তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে দলে রাখা হয়নি।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে স্টারিজের বাড়ানো বলে লিভারপুলকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। পিছিয়ে পড়ে আর সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। কিন্তু, বল দখলের লড়াইয়ে দু’দলই ছিল সমানে সমান।

ব্যবধানটা দ্বিগুন করতে পারত অল রেডসরা। যোগ করা সময়ে স্টারিজের একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচ শেষে পূর্ণ পয়েন্ট নিয়েই  মাঠ ছাড়ে জেরার্ড-হেন্ডারসনরা।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘন্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।