ঢাকা: সার্জিও আগুয়েরো ও ইয়াইয়া তোরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেললেও আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার আগুয়েরোকে নিজের স্বপ্নের একাদশে রাখেননি তোরে। আক্রমনভাবে মেসি-রোনালদোর পাশে আছেন কলম্বিয়ার হয়ে ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী (সর্বোচ্চ গোলদাতা) জেমস রদ্রিগেজ।
ম্যানসিটির অফিসিয়াল ওয়েবসাইটে আইভরিকোস্ট তারকা ইয়াইয়া তোরে নিজের ড্রিম টিমের তালিকা প্রকাশ করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, ইংলিশ লিগের কোনো ফুটবলারই এই তালিকায় সুযোগ পাননি। ৩-৪-৩ ফরমেটে তোরে তার স্বপ্নের একাদশ সাজিয়েছেন।
গোলকিপার হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। ডিফেন্স সামলাবেন বুরুশিয়া ডর্টমুন্ডের জার্মান ডিফেন্ডার ম্যাট হ্যামেলস, বার্সেলোনা ও রিয়ালের স্প্যানিশ তারকা জেরার্ড পিকে ও সার্জিও রামোস।
মিডফিল্ডের চারজনের মধ্যে তিনজনই তোরের সাবেক ক্লাব সতীর্থ। এরা হলেন বার্সার স্প্যানিশ তারকা জাবি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও বার্সার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। এই তিনজনের পাশাপাশি মাঝমাঠের অতন্দ্র প্রহরী হিসেবে আছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা বাস্তিয়ান শোয়েইনস্টেইগার। উল্লেখ্য, আলভেজ ডিফেন্ডার হলেও ফরমেটের কারণে তাকে মাঝমাঠের ডান প্রান্তে রেখেছেন তোরে।
আক্রমণভাবের ফুটবলার নির্বাচন করতে গেলে সবার আগেই উঠে আসে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির নাম। তোরে সে পথেই হেঁটেছেন। রিয়ালের পর্তুগিজ তারকা রোনালদো ও বার্সার আর্জেন্টাইন তারকা মেসির পাশে রেখেছেন ২৩ বছর বয়সী রদ্রিগেজকে। এই মৌসুমেই ফ্রেঞ্চ ক্লাব মোনাকো রিয়ালে পাড়ি জমিয়েছেন এই কলম্বিয়ান তারকা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘন্টা, মার্চ ১৭, ২০১৫