ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্কুল হকিতে বিন্দুবাসীনির জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
স্কুল হকিতে বিন্দুবাসীনির জয় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় জয় পেয়েছে বিন্দুবাসীনি সরকারী উচ্চ বিদ্যালয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দলটি ৩-১ গোলে হারিয়েছে পটুয়াখালী সরকারী যুবলী স্কুলকে।


 
এছাড়াও মঙ্গলবার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তিনটি ম্যাচেই বিজয়ী দলগুলো একই ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষকে। কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় ২-১ গোলে জয় পায় পিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে।

এছাড়া আরমানীটোলা সরকারী উচ্চ বিদ্যালয় ২-১ গোলে হারায় পুলিশ লাইনস দিনাজপুরকে এবং লতিফ মিউসিনিপেল সেমিনারি ২-১ গোলের জয় পায় মোহাম্মদ মকন হাইস্কুলের বিপক্ষে।

আগামীকালের খেলায় পুলিশ লাইনস দিনাজপুর মুখোমুখি হবে লতিফ মিউসিনিপেল সেমিনারির বিপক্ষে। কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় খেলবে পটুয়াখালী সরকারী যুবলী স্কুলের বিপক্ষে। আর আরমানীটোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে লড়বে মোহাম্মদ মকন হাইস্কুলের। অন্য ম্যাচে পিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামবে বিন্দুবাসীনি সরকারী উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।