ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

খেলা

যুবাদের প্রথম প্রস্তুতি ম্যাচ বুধবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, মার্চ ১৭, ২০১৫
যুবাদের প্রথম প্রস্তুতি ম্যাচ বুধবার ছবি:শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের আগে সিঙ্গাপুরের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের। কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গাপুরে যাওয়া হয়নি দলটির।



পরে দেশের মাটিতেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে দলটি।

বুধবার সকাল ১০টায় সাভারের বিকেএসপিতে প্রথম প্রস্তুতি ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে যুব দলটি।

উল্লেখ্য, ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব। ’ ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সিরিয়া আর উজবেকিস্তান। তিন দলের মধ্যে ভারত ছাড়া বাকী দুই দলই ফিফা র‌্যাঙ্কিংয়ে লাল-সবুজদের চেয়ে এগিয়ে।

দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নেয়ার পরে ডাচম্যান ক্রুইফের এটি দ্বিতীয় পরিক্ষা। প্রথম পরিক্ষায় (তৃতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ) ক্রুইফ প্রত্যাশার চেয়ে বেশি নম্বর পেয়েছিলেন। সেবার সেমিফাইনালের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দল বঙ্গবন্ধু গোল্ডকাপে রানার্সআপ হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।