ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম ম্যাচেই সাবিনার ম্যাজিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
প্রথম ম্যাচেই সাবিনার ম্যাজিক সংগৃহীত

ঢাকা: টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন সাবিনা খাতুন। ফলে প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশের ক্লাবে তার অভিষেক হলো অনেকটা রাজকীয় ভাবেই।

ম্যাচে তিনি মালদ্বীপ পুলিশ ক্লাবের হয়ে মোট চার গোল করেন।

মঙ্গলবার মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা নামের মহিলা ফুটবল প্রতিযোগিতায় মালদ্বীপ পুলিশ ক্লাবের হয়ে সাবিনার ৪ গোলে তার ক্লাব মালদ্বীপ পুলিশ ৭-১ গোলের বিশাল জয় পেয়েছে। ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল এম.ই.ই ক্লাব। সাবিনা প্রথমার্ধে তিন গোল করেন। অন্য গোলটি করেন দ্বিতীয়ার্ধে।

ম্যাচ সেরাও হয়েছেন বাংলাদেশের মহিলা ফুটবল দলের সহ-অধিনায়ক সাবিনা খাতুন। এর আগে মালদ্বীপ আর্মি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

সাবিনার ক্লাবটি মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ। সাবিনাদের পরবর্তী দুটি ম্যাচ ২২ মার্চ পিসি অফিস ও ২৭ মার্চ ক্লাব এমআর ডিসি দলের বিপক্ষে।

এ টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ১২ টি দল।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।