ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাকিব, এনামুলরা জয় পেলেও হেরেছেন লিজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
রাকিব, এনামুলরা জয় পেলেও হেরেছেন লিজা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের কোলকাতার হো চি মিন স্ট্রিটে সোমবার হতে শুরু হয়েছে এলআইসি দ্বিতীয় আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার খেলা। পশ্চিম বঙ্গের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার চেস একাডেমি এ প্রতিযোগিতার আয়োজক।



সোমবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন এবং তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী।

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও লিওনাইন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ড্র করেছেন। তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও শফিক আহমেদ, নারায়ণগঞ্জের প্রিতম-প্রিজম চেস ক্লাবের মোঃ জামাল উদ্দিন এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের দেওয়ান শহিদুল আমিন টিপু হেরে গেছেন।

প্রথম রাউন্ডে রাকিব ভারতের অভিশেক দাসকে, এনামুল ভারতের বৈশালীকে, দেবরাজ ভারতের ক্রান্তি কুমারকে পরাজিত করেন। জিয়া ভারতের বিক্রমজিৎ সিংয়ের সাথে, রানী হামিদ ভারতের আন্তর্জাতিক মাস্টার নিশা মোহতার সাথে ও সোহেল ভারতের রবি তেজার সাথে ড্র করেন। আর মালেক ভারতের গ্র্যান্ড মাস্টার তেজাস বাকরের কাছে, শফিক ভারতের আন্তর্জাতিক মাস্টার সায়ন্তনের কাছে, জামাল ভারতের আন্তর্জাতিক মাস্টার শিবানন্দের কাছে ও টিপু ভারতের রবিনন্দনের কাছে হেরে যান।

১১ টি দেশের ২৭জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ২জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৩১ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিয়েছেন।

এদিকে, বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শামীমা আক্তার লিজা হেরে গেছেন।

মঙ্গলবার হতে রাশিয়ার সোচি শহরে শুরু হয়েছে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের আসর। বিশ্বের ৬৪জন বাছাইকৃত মহিলা খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ২০১৩ সনের এশিয়ান জোনাল ৩.২ এর চ্যাম্পিয়ন হিসেবে এ ইভেন্টে অংশ নেন। লিজা হচ্ছেন প্রথম বাংলাদেশী মহিলা খেলোয়াড় যিনি বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছেন।

নক-আউট ভিত্তিতে লিজার প্রথম রাউন্ডের প্রতিপক্ষ ছিলেন লিথুনিয়ার গ্র্যান্ড মাস্টার কমিলিট ভিক্টোরিয়া। প্রথম রাউন্ডের প্রথম খেলায় লিজা কমিলিটের কাছে হেরে গেছেন। প্রথম রাউন্ডে লিজা সাদা ঘুঁটি নিয়ে ভিক্টোরিয়ার ডাচ ডিফেন্সের বিরুদ্ধে খেলেন। সময় সংকট পড়ে লিজার অবস্থান খারাপ হয়ে যায় এবং ২৭ চালে লিজা হেরে যান। লড়াইয়ে টিকে থাকতে হলে দ্বিতীয় খেলায় লিজাকে জয়ী হতে হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।