ঢাকা: আগামী ২৬ মার্চ থেকে নেপালের নাগরকোটে শুরু হচ্ছে এশিয়ান জোন ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ। এ দাবা টুর্নামেন্টে বাংলাদেশের আট দাবাড়ু অংশ নিচ্ছেন।
তবে প্রথমে নেপাল চেস অ্যাসোসিয়েশনের আশ্বাসের প্রেক্ষিতে বাংলাদেশ ১৫ সদস্যের দলের নামের তালিকা পাঠিয়েছিল। কিন্তু গত ১৩ মার্চ নেপাল চেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান জোন সভাপতি রাজেশ হরি জোশি সাফ জানিয়ে দেন ১০ জনের বেশি দাবাড়ু যেতে পারবেন না এ টুর্নামেন্টে।
পরে অবশ্য বাংলাদেশ দাবা ফেডারেশনের মধ্যস্থতায় ১৫ দাবাড়ু চূড়ান্ত হয়েছিল। তবে গত রোববার নেপাল চেস অ্যাসোসিয়েশনের একটি ই-মেইলে ফেডারেশনকে ৮ সদস্যের দাবা দল প্রেরণের জন্য অনুরোধ করা হয়। ফলে এশিয়ান জোন ৩.২ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৮ দাবাড়ু অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৫