ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে আর্সেনালের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
চ্যাম্পিয়ন্স লিগ থেকে আর্সেনালের বিদায় ছবি : সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। প্রথম লেগে ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলের পরাজয় মেনে নিয়ে আর্সেনাল ফিরতি লেগে মোনাকোর ঘরের মাঠে আতিথ্য নিয়ে জয় পেলেও শেষ আটে উঠতে ব্যর্থ হয়েছে।



দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলের সমতা থাকলেও অ্যাওয়ে গোলের সুবাদে শেষ আট নিশ্চিত করলো মোনাকো।

আর্সেন ওয়েঙ্গার শুরুর একাদশে মাঠে নামিয়েছিলেন ওসপিনা, মারতেসাকের, কাজোরলা, সানচেজ, ওজিল, ওয়েলব্যাক আর জিরুদের মতো তারকাদের। ওয়েঙ্গার শিষ্যদের এ ম্যাচে কমপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিততে হতো। তবে, ম্যাচে ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

ম্যাচের ৩৬ মিনিটের মাথায় আর্সেনালের হয়ে প্রথম গোল করেন ওলিভার জিরুদ। লিড নেওয়া এ গোলের পর আর্সেনাল প্রথমার্ধে স্বাগতিক মোনাকোর শক্ত ডিফেন্স চিড়ে জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে, প্রথমার্ধ শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।

বিরতির পর ম্যাচের ৭৯ মিনিটের মাথায় দলের দ্বিতীয় ও শেষ গোলটি করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা অ্যারন রামসে।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।