ঢাকা: ওয়ালটন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 'ওয়ালটন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৫'।
টুর্নামেন্টে মোট ৭টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।
এ উপলক্ষে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের এডিশনাল ডিরেক্টের এফ. এম ইকবাল বিন আনোয়ার, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরীসহ ফেডারেশনের কর্মকর্তাগণ।
সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের এডিশনাল ডিরেক্টের এফ. এম ইকবাল বিন আনোয়ার বলেন, 'ওয়ালটন সব সময়ই কাবাডির সাথে ছিল। ভবিষ্যতেও থাকবে। এবার টুর্নামেন্টে আমরা চারটি বিভাগে পুরস্কার প্রদান করব। '
আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার প্রধান অতিথি হিসিবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এম এ হান্নান। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের এডিশনাল ডিরেক্টের এফ. এম ইকবাল বিন আনোয়ার।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৫