ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম প্রস্তুতি ম্যাচে যুবাদের পরাজয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
প্রথম প্রস্তুতি ম্যাচে যুবাদের পরাজয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের আগে সিঙ্গাপুরের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের। কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গাপুরে যাওয়া হয়নি দলটির।



পরে দেশের মাটিতেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সাভার বিকেএসপিতে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু শুরুতেই মোহামেডানের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার গোলে এগিয়ে যায় মোহামেডান। এরপর একাধিক দলবদ্ধ আক্রমণ করেও গোলের মুখ দেখেনি যুবারা।

আর দ্বিতীয়ার্ধের শেষ সময়ে যুবাদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেয় মোহামেডানের আরেক ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো শিবির।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নেয়ার পরে ডাচম্যান ক্রুইফের এটি দ্বিতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষায় (তৃতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ) ক্রুইফ প্রত্যাশার চেয়ে বেশি নম্বর পেয়েছিলেন। গোল্ডকাপে সেমিফাইনালের লক্ষ্যে খেলতে নেমে ফাইনালে গিয়ে বাংলাদেশ দল রানার্সআপ হয়েছিল।

যুবাদের প্রস্তুতি ম্যাচের পরবর্তী প্রতিপক্ষ বর্তমান লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ওদিকে আগামী ২০ মার্চ ঢাকায় এসে ২৩-২৪ মার্চ আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলবে উজবেকিস্তান। আর সিরিয়া ২৫ মার্চ আসলেও ভারত আসবে তাদের দু’দিন আগেই।

ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ২০১৬'। 'ই' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সিরিয়া আর উজবেকিস্তান। তিন দলের মধ্যে ভারত ছাড়া বাকি দুই দলই ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে বেশ এগিয়ে।

বাংলাদেশ: ১৪৪৮ ঘন্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।