ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দুর্বার বার্সার সামনে প্রত্যয়ী ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
দুর্বার বার্সার সামনে প্রত্যয়ী ম্যানসিটি

ঢাকা: ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। গত মৌসুমেও বার্সার মাঠে গিয়ে নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছিল ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানসিটি।

খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

ইতিহাদ স্টেডিয়ামে নকআউট পর্বের প্রথম লেগে ২-১ গোলের জয় পায় বার্সা। স্প্যানিশ জায়ান্টদের হয়ে দু’টি গোলই করেন লুইস সুয়ারেজ। ম্যানসিটির হয়ে একমাত্র গোলটি করেন সার্জিও আগুয়েরো। নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিওনেল মেসি পেনাল্টি মিস না করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারত লুইস এনরিকের শিষ্যরা।

ফিরতি লেগে কাতালানদের মাঠে অসাধ্য সাধন করতে হবে সিলভা-আগুয়েরোদের। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যানসিটিকে জিততে হবে কমপক্ষে ২-০ ব্যবধানে। মেসি-নেইমারদের বিপক্ষে গোল হজম করলে তো কথাই নেই। অপরদিকে ড্র বা হার এড়ালেই কোয়ার্টারে উঠে যাবে বার্সা।

উল্লেখ্য, ম্যানসিটি ১-০ গোলে জিতলেও লাভ নেই। দুই লেগ মিলিয়ে ২-২ গোলে ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টারে চলে যাবে কাতালানরা। আর ২-১ ব্যবধানে জিতলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।

এ পর্যন্ত বার্সা ও ম্যানসিটির মধ্যকার চারবারের দেখায় তিনবারই জয় পায় বার্সা। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে সবকটিতেই জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্ট বার্সা। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে যায় সিটিজেনরা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘন্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।