ঢাকা: ঢাকায় অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্ব শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ থেকে। এ টুর্নামেন্টে অংশ নিতে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ঢাকায় আসছে ২০ মার্চ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে)সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান,‘নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দলগুলোর টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে আসার কথা। কিন্তু উজবেকিস্তান তাদের অনূর্ধ্ব-২৩ দলকে ঢাকায় পাঠাচ্ছে টুর্নামেন্ট শুরুর ৫ দিন আগেই। আর ভারত তাদের দল পাঠাবে ২৩ মার্চ। সিরিয়া কবে আসবে তাও কয়েকদিনের মধ্যেই জানা যাবে। আমাদের বাংলাদেশ দলও ঢাকায় হোটেলে উঠবে আগামী ২৪ মার্চ। ’
ওদিকে আগামী ২০ মার্চ ঢাকায় এসে ২৩-২৪ মার্চ ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচে অংশ নেয়ার কথা আছে উজবেকিস্তান দলটির।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টটি ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ই’ গ্রুপে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, সিরিয়া এবং উজবেকিস্তান।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫