ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

খেলা

কোয়ার্টার ফাইনালের লাইন আপ চুড়ান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, মার্চ ১৮, ২০১৫
কোয়ার্টার ফাইনালের লাইন আপ চুড়ান্ত

ঢাকা: চলমান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গ্রুপ পর্বের খেলা শেষ হলো আজ বুধবার। শেষ দিনে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।

ম্যাচে বড় জয় পেয়েছে আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়।

এছাড়া বাকী তিন ম্যাচে পুলিশ লাইনস দিনাজপুর ৩-১ গোলে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীকে, কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় ৫-০ গোলে পটুয়াখালী সরকারী যুবলী স্কুলকে ও বিন্দুবাসিনী সরকারী উচ্চ বিদ্যালয় ২-০ গোলে পিএম পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

আজকের খেলা শেষে যে সকল দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে-

ক গ্রুপ থেকে রফিকউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
খ গ্রুপ থেকে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট
গ গ্রুপ থেকে ময়েজউদ্দিন স্কুল ফরিদপুর
ঘ গ্রুপ থেকে জে.এম সেন স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম
ঙ গ্রুপ থেকে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম
চ গ্রুপ থেকে দিনাজপুর জেলা স্কুল
ছ গ্রুপ হতে বিন্দুবাসিনী সরকারী উচ্চ বিদ্যালয়, টাংগাইল
জ গ্রুপ হতে আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকা।

আগামী ২০ মার্চ থেকে স্কুল হকির কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।