ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বার্সেলোনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বার্সেলোনো ছবি : সংগৃহীত

ঢাকা: ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে একমাত্র গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শেষ আটে পা রাখলো বার্সেলোনা।

মেসির পাসে ৩১ মিনিটে ইভান রাকিতিচের দেওয়া একমাত্র গোলে সিটিকে হারায় বার্সা।

এরআগে প্রথম লেগে সিটিকে ২-১ এ হারিয়েছিল মেসিরা।

এর ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে শেষ আটের টিকেট নিশ্চিত করলো লুইস এনরিকের শিষ্যরা।

বার্সার ঘরের মাঠে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

শেষ আটে যেতে হলে অন্তত ২-০ গোলে জিততে হতো আগুয়েরোদের। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষদিকে আগুয়েরোর পেনাল্টি শট জাল খুঁজে নিতে ব্যর্থ হলে কার্যত শেষ হয়ে যায় সিটির আশা।

এদিকে, এদিন দারুণ সব সেভ করে নিশ্চিত কয়েকটি গোল বাঁচিয়েছেন সিটির ইংলিশ গোলরক্ষক জো হার্ট। তাই পুরো ম্যাচ জুড়ে ভাস্কর হয়ে থাকলেও গোলের দেখাটাই কেবল পাননি আর্জেন্টাইন অধিনায়ক বার্সার প্রাণভোমরা মেসি।

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।