ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন স্বাধীনতা দিবস কাবাডি শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
ওয়ালটন স্বাধীনতা দিবস কাবাডি শুরু

ঢাকা: বৃহস্পতিবার থেকে পল্টনের কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ওয়ালটন-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৫। ’ এ প্রতিযোগিতায় সার্ভিসেস সাতটি দল দু’টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে।



‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ ফায়ার সার্ভিস। ‘বি’ গ্রুপে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ নৌ বাহিনী।

রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। সেখান  থেকে নকআউট পর্বের ভিত্তিতে দু’টি দল ফাইনাল খেলবে। ৩০ মার্চ পল্টন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘন্টা, ১৯ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।